ইন্টারনেট এর গুরুত্ব…

164 views
0

Nurul Islam Changed status to publish September 3, 2022
0

আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। আজ অনেক অসম্ভবকে ইন্টারনেটের এর মাধ্যমে সম্ভব করা যাচ্ছে। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে বিশ্বের সকল প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন, সম্মেলন, শিক্ষা, বিপণন, অফিস ব্যবস্থাপনা, বিনোদন ইত্যাদি ইন্টারনেটের সাহায্যে সম্ভব হচ্ছে।

যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট একটি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। ইন্টারনেট আবিষ্কারের পূর্বে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান-প্রদান করতে অনেক অর্থ, শ্রম ও সময় ব্যয় হতো। কিন্তু এখন চোখের পলকেই শ্রম ছাড়া ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বই অত্যন্ত জরুরি, যা সবসময় হাতের কাছে পাওয়া যায় না। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যে কোনো লাইব্রেরির বই পড়ে তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেটের কল্যাণে চিকিৎসা ব্যবস্থা হয়েছে আরও উন্নত, সহজলভ্য ও স্বল্প ব্যয়সম্পন্ন। কোনো রোগের চিকিৎসা দেশে না করানো গেলে ইন্টারনেটের মাধ্যমে বিদেশের ভালো ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়। আবার আইনগত সহায়তার জন্য ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত আইনজীবীদের সাথে যোগাযোগ করা সম্ভব। যারা ভ্রমণপ্রিয় তারা দেশে বসে যে কোনো দেশের আবহাওয়া জানা, হোটেল রিজার্ভ, প্লেনের টিকিট বুকিংয়ের ব্যবস্থা করতে পারে। এর ফলে শ্রম, সময় ও অর্থ সাশ্রয় হয়। তাছাড়া বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা দেখা, গান শোনা, খেলা দেখা, দৈনিক পত্রিকা পড়া, শেয়ার বাজার খবর জানা ইত্যাদি ঘরে বসে সম্ভব হচ্ছে ইন্টারনেটের কল্যাণে।

Nurul Islam Changed status to publish September 3, 2022
Back to top button