ইন্টারনেট কিভাবে উৎপন্ন হয়…

168 views
0

Nurul Islam Changed status to publish August 29, 2022
0

আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি এই ভিডিওটি আসে সরাসরি ইউটিউব এর সার্ভার থেকে, এবং এই সার্ভার টি অবস্থিত  ক্যালিফোর্নিয়ায়। আবার আপনি এই লেখাটি পড়ছেন, আর আমাদের লেখাটি আপনি পড়তে পাচ্ছেন কেননা এটা কোন সার্ভারে আপলোড করা আছে বা জমা করা আছে। আর আমাদের সার্ভার ও ক্যালিফোর্নিয়া’তেই (Blogger Server)  অবস্থিত। তাহলে একটা প্রশ্ন হলো এটা কিভাবে বাংলাদেশ এর ছোট গ্রাম বা শহরে আপনার মোবাইল বা পিসিতে আসছে। এর জন্য কত খরচ হচ্ছে, কে কিভাবে টাকা নিচ্ছে, কে কত পাচ্ছে, ইত্যাদি বিষয়ে চিন্তা করতে গেলে অনেকের মাথা ঘোরে যায়।

চলুন জেনে নিই ইন্টারনেট কি, এবং কারা এটার মূল হোতা, আপনি যে টাকা দিয়ে ইন্টারনেট ক্রয় করেন, সেই টাকা কে নিচ্ছে, কারা কত পাচ্ছে, কিভাবে ক্যালিফোর্নিয়া থেকে আপনার ফোন বা পিসিতে ডাটা আসছে।

ISP- Internet Service Provider

আমরা ইন্টারনেট চালাই কোনো একটি ISP- Internet Service Provider এর মাধ্যমে। যেমনঃ গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ইত্যাদি। অনেকে আবার বাসায় wifi লাগিয়েছি। তবে আপনি যেভাবেই ইন্টারনেট ব্যবহার করেন মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে একটা নির্দিষ্ঠ টাকা দিতে হয়।

আপনার দেয়া টাকা কে পায় তা জানার আগে আমাদের জানতে হবে ISP সম্পর্কে। ISP এর পূর্ন রূপ হল Internet Service Provider।  আর এই ISP কে ভাগ করাহয় মোট ৩ টি ভাগে :

  • টাইর 1
  • টাইর 2
  • টাইর 3

প্রথম পর্যায় এর ISP

এখানে টাইর 1 ISP হল সেসব ISP যারা ক্যালিফোর্নিয়া থেকে দুবাই, দুবাই থেকে ভারত, ভারত থেকে শ্রীলংকা বা বাংলাদেশ ইত্যাদি স্থানে সমুদ্রের নিচ দিয়ে তার বসিয়ে আমাদের দেশের সাথে অন্য দেশের সংযোগ স্থাপন করে, এরা হল আন্তর্জাতিক Internet Service Provider

দ্বিতীয় পর্যায় এর ISP

তার পরেই আসে হল টাইর 2 ISP যেখানে টাইর 1 ISP আন্তর্জাতিক সেখানে টাইর 2 ISP হল জাতীয় পর্যায়ে কাজ করে। উদাহরন হল এরা টাইর 1 থেকে ইন্টারনেট গ্রহন করে যেমন: BSCCL  বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড এদের সাধারনত সারাদেশে সংযোগ এবং ভালো কানেক্টিভিটি থাকে। এর  উদাহরন হল  BTCl এরা বাংলাদেশ এর  সরকারি টাইর 2 ISP। অনেক সময় এরাও লোকাল পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকে; যেমন : BTCL  ADSL

তৃতীয় পর্যায় এর ISP

আর এখন আসল টাইর 3 ISP, এরা হল আঞ্চলিক পর্যায়ের ISP যেমন Smile Broadband, Go Broadband, Link3,  TM International ইত্যাদি ISP, আপনার বাসা বাড়ি বা অফিস বা স্কুল, আদালতে তাদের ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। এরা টাইর 2 থেকে ইন্টারনেট কেনে। যেমন গ্রামীনফোন, রবি, বা এয়ারটেল। কখনো এরা টাইর 2 বা টাইর 3 ISP থেকে তাদের গ্রাহকদর জন্য ইন্টারনেট নেয়। উদাহরন হিসেবে রবি TM International থেকে ইন্টারনেট নেয়। TM হল টাইর 3 ISP;

অর্থ বা মুনাফা ভাগাভাগি:

মূল কথায় আসি, মনে করেন আপনি গ্রামীনফোন বা রবিকে ইন্টারনেট এর জন্য  টাকা দেন, সেখান থেকে গ্রামীন বা রবি কিছু অংশ টাইর 3 বা টাইর 2 ISP যেমন BTCL /BSCCL কে দেয়। এখান থেকে আাবার BTCL টাইর 1 ISP বা যারা সমুদ্রের নিচে ফাইবার অপটিক তার বসিয়েছে তাদের দেয়। এখন প্রশ্ন হলো টাইর 1  ISP কাদের টাকা দেয়? এখানে উত্তর হল টাইর 1 ISP কাউকে টাকা দেয় না. কেন চলুন নিচে জেনে আসি…

আমরা ইন্টারনেটে মাধ্যমে যা’ই ইউজ করি না কেন, তা কোন না কোন সার্ভার এর এ সংরক্ষিত। সার্ভার ছাড়া ইন্টারনেট এ কোন তথ্য জমা থাকতে পারবে না, আর ওয়েবসাইটও তৈরি করা যাবে না। আমাদের এই সাইটটিও কোন না কোন সার্ভার এর সাথে যুক্ত। এই সার্ভার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে  রয়েছে। আপনি ফেসবুক ইউজ করছেন, তাই আপনার তথ্যও ফেসবুক এর সার্ভারে জমা রয়েছে। এখন কথা হল ISP রা সবাই তো আপনার টাকা পেল, তবে এসব সার্ভার টাকা পাবে না? উত্তর হল না, পাবে না। ইন্টারনেট এর জন্য আপনি যে টাকা দিয়েছেন, এই টাকাটি কেবল  টাইর 1 ISP পর্যন্তই যাবে। সুতরাং ইন্টারনেট এর জন্য আপনার পরিশোধ করা টাকাটা সর্বশেষ তিন ভাগে ভাগ হয়ে টাইর 1 ISP পর্যন্ত যাবে।

Nurul Islam Changed status to publish September 3, 2022
Back to top button