ইন্টারনেট স্পিড কম কেন…

173 views
0

Nurul Islam Changed status to publish August 27, 2022
0

অনেক কারণেই ইন্টারনেটের গতি কম হতে পারে। আপনি যদি অনেকগুলি অ্যাপ সক্রিয় রাখেন তবে এটি ইন্টারনেটের গতিকে প্রভাবিত করতে পারে। বেশি অ্যাপ মানে বেশি ইন্টারনেট ব্যবহার, যা আপনার ইনটারনেটের গতি কমিয়ে দেয়। হয়তো এটি আপনার ইন্টারনেট ধীর গতির একটি কারণ হতে পারে।

নেট দুনিয়ায় সবাই চাই দ্রুত গতির ইন্টারনেট। কাজের সময়ে বা বিনোদনের সময়ে যদি ইন্টারনেট স্লো থাকে, তবে সেটা খুবই বিরক্তিকর। বিরক্তিতে অনেকের মেজাজ গরম হয়ে যায়। ইন্টারনেট স্লো হওয়াটা নিত্যদিনের একটি সমস্যা।

দেখে নিন, কী কী কারণে আপনার ইন্টারনেট কানেকশন স্লো হয়ে থাকতে পারেঃ

১। ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম সমস্যা করছেঃ

গেমস বা ভিডিও আছে এমন প্রোগ্রামগুলো নেটওয়ার্কের ওপর প্রভাব ফেলতে পারে ও ইন্টারনেট স্লো করে দিতে পারে। অনেকেই এসব প্রোগ্রাম চালিয়ে আবার বন্ধ করতে ভুলে যান। যার ফলে ইন্টারনেট স্লো হয়ে যায়।

২। আপনার রাউটারটি ভালো মানের না হওয়ায়ঃ

রাউটার ভালো মানের না হলে আপনার ইনটারনেট কানেকশন স্লো হতে পারে। একটু বেশি দামের রাউটার আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দিতে পারে। রাউটার কেনার সময়ে এদিকে খেয়াল রাখুন।

৩। বেশি মানুষ একসাথে ইন্টারনেট ব্যবহার করছেনঃ

আপনি টিভি স্ট্রিমিং করার জন্য, মিউজিক স্ট্রিমিং করার জন্য, ইন্টারনেট ব্রাউজ করার জন্য পরিবারের কয়েকজন মিলে ইন্টারনেট ব্যবহার করছেন, তাহলে ইন্টারনেট স্লো হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেটের গতি বাড়াতে হতে পারে।

৪। আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখাঃ

আপনার ওয়াই ফাই রাউটারটিকে খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। দেখবেন এতে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে।

৫। কম্পিউটারে ভাইরাস আছেঃ

অনেক সময়ে আপনার অজান্তেই কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে যা আপনার ইনটারনেট এর গতিকে স্লো করে দেয়। কার্যকরী অ্যান্টিভাইরাস ব্যবহারে এই সমস্যাটি কমানো যায়।

Nurul Islam Changed status to publish August 27, 2022
Back to top button