ইন্টারনেট উইকিপিডিয়া…
ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক (interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যম।
ইন্টারনেটের বদৌলতে বর্তমানে খুব সহজেই যেকোনো তথ্য খোঁজা বা প্রাপ্তি অনেক সহজ। তথ্য খোঁজার পর যে কাজটি প্রয়োজন, সেটি হচ্ছে সে তথ্যটি পাওয়া। আর তথ্যপ্রাপ্তির এ সুবিধাটি সহজ করে দিয়েছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া তৈরির কাজটি ২০০১ সালে জিমি ওয়েলস শুরু করেন। এই বিশ্বকোষের লেখক হয়েছেন তাঁরা, যাঁরা তা হতে চান। কেউ ইচ্ছে করলেই উইকিপিডিয়ায় কাজ করতে পারে। যেকোনো তথ্য যুক্ত করতে পারে। শুধু তথ্যই নয়; চাইলে ছবি, তথ্যসূত্রও যোগ করার সুযোগ রয়েছে।
উইকি নামের একটি সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট সম্পাদনা, মোছা কিংবা পরিবর্ধন করা যায়দ। শুরুটা করেছিলেন জিমি ওয়েলস । ধীরে ধীরে যা বর্তমানে বিশাল এক জ্ঞানভান্ডারে পরিনত হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ হলো উইকিপিডিয়া। যা প্রতিমুহূর্তে বিকশিত হচ্ছে। উইকিপিডিয়া যেহেতু বিশ্বকোষ, তাই এখানে নানা ধরনের তথ্য পাওয়া যায়। হাওয়াই দ্বীপে বিমানবন্দর থেকে ‘উইকি উইকি’ নামের বাস সার্ভিস রয়েছে। হাওয়াইয়ান ভাষায় উইকি মানে হলো দ্রুত (কুইক)। আর এই উইকি উইকি থেকে নেওয়া হয়েছে উইকিপিডিয়া নামটি। উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক সংস্থা এই পুরো ব্যবস্থাটির পরিচালনা করে । বর্তমানে বিশ্বের ২৯৯টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধ রয়েছে ইংরেজি উইকিপিডিয়ায়, সংখ্যা ৫৯ লাখ। বেশি নিবন্ধের তালিকায় কিউবুয়ানো ভাষায় ৫৩ লাখ ও সুইডিশ ভাষার উইকিপিডিয়ায় ৩৭ লাখের বেশি নিবন্ধ আছে! এই ২৯৯টি ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষাও রয়েছে। উইকিপিডিয়ার লেখক-সম্পাদকেরা নিজেদের উইকিপিডিয়ান হিসেবে পরিচয় দেন।