পাসপোর্ট করার খরচ…
ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়া নিজে অনলাইনে আবেদন করতে না পারলে কোন অনলাইন সেবার দোকানে করালে বাড়তি ২০০ টাকা খরচ হতে পারে। পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারীর ধরণ সাধারণ বা জরুরী অনুসারে ফি ভিন্ন হয়।
ক) ৫ বছর মেয়াদী ৪৮ পাতার ই পাসপোর্ট এর ক্ষেত্রে নিম্নরূপ ফি প্রদান করতে হবেঃ
১। নিয়মিত ফি ৪,০২৫ টাকা। ২। জরুরী ফি ৬,৩২৫ টাকা। ৩। অতি জরুরী ফি ৮,৬২৫ টাকা।
খ) ৫ বছর মেয়াদী ৪৮ পাতার ই পাসপোর্ট এর ক্ষেত্রে নিম্নরূপ ফি প্রদান করতে হবেঃ
১। নিয়মিত ফি ৬,৩২৫ টাকা, ২। জরুরী ফি ৮,৩২৫ টাকা, ৩। অতি জরুরী ফি ১২,০৭৫ টাকা।
গ) ১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট এর ক্ষেত্রে নিম্নরূপ ফি প্রদান করতে হবেঃ
১। নিয়মিত ফি ৫,৭৫০ টাকা, ২। জরুরী ফি ৮,০৫০ টাকা, ৩। অতি জরুরী ফি ১০,৩৫০ টাকা।
ঘ) ১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট এর ক্ষেত্রে নিম্নরূপ ফি প্রদান করতে হবেঃ
১। নিয়মিত ফি ৮,০৫০ টাকা, ২। জরুরী ফি ১০,৩৫০ টাকা। ৩। অতি জরুরী ফি ১৩,৮০০ টাকা।
**নিয়মিত ডেলিভারিতে পাসপোর্ট পেতে সময় লাগবে ১৫ কার্যদিবস, জরুরী পাসপোর্ট পেতে সময় লাগবে ৭ কার্যদিবস ও অতি জরুরী পাসপোর্ট পেতে সময় লাগবে ২ কার্যদিবস।
পাসপোর্ট এর ফি সাধারণত খুব একটা পরিবর্তন করা হয় না। ফি এর টাকার পরিমাণ পাসপোর্ট এর আবেদন এর ওয়েবসাইটেও দেয়া আছে। পাসপোর্ট এর আবেদন করতে এই ফি এর বাইরে আর কোন বাড়তি টাকার প্রয়োজন নেই।