বমি কমানোর উপায় কি?
বমি কমানোর উপায়ঃ
১। বমি বমি ভাব হলে এক টুকরো আদা মুখে নিয়ে চিবুতে থাকুন।
২। লেবুর রসে থাকা অ্যাসিড বমি ভাব দূর করে। এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রসের সাথে এক চিমটি লবণ মিশিয়ে খান, বমি ভাব দূর হয়ে যাবে।
৩। বমি বমি ভাব হলে ছোট্ট একটি এলাচ মুখে নিতে পারেন। এটি বমি বমি ভাব দূর করতে পারে।
৪। আপনি যদি মোশন সিকনেসে ভুগেন; তাহলে অবশ্যই সাথে লবঙ্গ রাখুন। লবঙ্গ আপনাকে দ্রুত বমি বমি ভাব থেকে মুক্তি দিতে পারে।
Nurul Islam Changed status to publish July 31, 2022