বমি বন্ধ করার ট্যাবলেট…
উত্তর: বমির সমস্যা কম-বেশি আমাদের অনেকেরই রয়েছে। কোনো কোনো খাবার খাওয়ার পরে বা ভ্রমণের সময় বমির সমস্যা দেখা দিতেপারে। শরীরের নানা রোগ-ব্যাধি বা অসুস্থতার কারণেও বমি হতে পারে।
যদি বারবার বমি হতে থাকে এবং প্রাথমিক চিকিৎসায় বমি বন্ধ না হয় ,তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
বমির ট্যাবলেট সকালে নাস্তা করার ২০/৩০ মিনিট পূর্বে খাবেন। সমস্যা বেশি হলে রাতে ও খেতে পারেন একই নিয়মে। আর ভ্রমনের সময় গাড়িতে উঠার আগে খেয়ে নিতে পারেন।
বমির ঔষধ এর কিছু নামঃ
- Motigut → Square
- Apidone → Team Farma
- Omidon → Incepta
- Domiren →Renata
- Vomitop →Navana
Nurul Islam Changed status to publish August 20, 2022