রক্ত বমি হওয়ার কারণ কি?
১। লিভার সিরোসিস হলে খাদ্যনালি ও পাকস্থলীর রক্তনালি ফুলে গিয়ে ফেটে যাওয়ার কারণে রক্তবমি হতে পারে।
২। পেপটিক আলসারের ক্ষত থেকেও রক্তক্ষরণ হয়ে রক্তবমি হতে পারে।
৩। পাকস্থলী বা খাদ্যনালিতে টিউমার এর কারণে রক্তবমি হতে পারে।
৪। কোনো কারণে বারবার অনেক বেশি বমি হতে থাকলে খাদ্যনালির নিচের অংশের ঝিল্লি ছিঁড়ে গেলেও রক্তবমি হতে পারে।
৫। আবার কখনো কখনো কোনো কারণে মুখ, নাক বা গলা থেকে বের হওয়া রক্ত গিলে ফেললেো রক্তবমি হচ্ছে বলে মনে হয়।
Nurul Islam Changed status to publish July 31, 2022