হঠাৎ বমি হলে করণীয় কি?
উত্তরঃ নানা রোগের উপসর্গ হিসেবে বমি হয়ে থাকে। এক–দুবার বমি হওয়ার পর যদি প্রাথমিক চিকিৎসায় সেরে যায় এবং আর কোনো উপসর্গ না থাকে, তাহলে ভয়ের কিছু নেই।
১। বমি হলে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বেরিয়ে যায়। তাই বমি হওয়ার পরে খাবার স্যালাইন পান করুন। তা না হলে শরীর খুব দুর্বল হয়ে পড়বে। পানিশূন্যতা দেখা দিতে পারে। বমির সময় শরীর থেকে বেরিয়ে যাওয়া পানি ও লবণের ঘাটতি পূরণ করতে হবে।
২। একবারে বেশি স্যালাইন পানি পান করতে না পারলে একটু পরপর অল্প অল্প করে পান করুন।
৩। সাধারণ সমস্যার কারণে এক-দুবার বমি হওয়ার পর স্যালাইন পানি পান করলেই কিছুক্ষনের মধ্যে রোগী সুস্থ বোধ করবে। সাধারণ বমির ঔষধে সেরেও যাবে। তবে, যদি বারবার বমি হতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Nurul Islam Changed status to publish August 20, 2022